মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

অস্কার থেকে ব্যাগভর্তি যেসব উপহার নিয়ে যাবেন তারকারা

বিনোদন ডেস্ক / ৫৬ জন দেখেছেন
আপডেট : মার্চ ৬, ২০২৪
অস্কার থেকে ব্যাগভর্তি যেসব উপহার নিয়ে যাবেন তারকারা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রতিবছরই অস্কারে মনোনয়নপ্রাপ্ত তারকাদের জন্য থাকে দারুণ কিছু উপহার। কনসোলেশন প্রাইজ হিসেবে সবাইকে দেওয়া হয় একটি গিফট ব্যাগ। মূল বিভাগগুলোয় মনোনীত প্রার্থীরা এটি পেয়ে থাকেন। অর্থাৎ সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী—সব বিভাগের মনোনীতরাই পান এই ‘এভরিওয়ান উইন’ উপহার।

তারকাদের জন্য এই গুডি ব্যাগগুলো দিয়ে থাকে লস অ্যাঞ্জেলেসের কোম্পানি ‘ডিসটিঙ্কটিভ অ্যাসেট’। ২০০২ সাল থেকে এই গিফট ব্যাগগুলো দিয়ে আসছে তারা। উপহার সামগ্রীতে ক্ষুদ্র ব্যবসায়ী ও নারীদের পরিচালিত ব্র্যান্ডগুলোকে প্রাধান্য দেওয়া হয়। একইসঙ্গে স্বনামধন্য বিলাসবহুল ব্র্যান্ডের নানা পণ্যও থাকে। এবারের অস্কারের গিফট ব্যাগের মূল্যও বরাবরের মতোই কোটি টাকারও বেশি।

জানা গেছে, এবারের ৯৬তম অস্কারের গিফট ব্যাগে থাকছে সুইজারল্যান্ডের শ্যালে জেরমাট পিকে অবকাশ যাপনের কুপন। সেখানে এক রাত যাপন করতে খরচ হয় ১ লাখ মার্কিন ডলার। থাকছে ক্যালিফোর্নিয়ার গোল্ডেন ডোর লাক্সারি স্পা ও রিসোর্টে ৭ দিন কাটানোর কুপন। এ ছাড়াও সেন্ট বার্থের একটি অসাধারণ প্রাইভেট ভিলাতে তিন রাত থাকার সুযোগও থাকছে।

এসব পাঁচ তারকা মানের থাকার জায়গা ছাড়াও থাকছে টপ-লাইন বিউটি প্রোডাক্টস। মিয়াজি স্কিনকেয়ার, অ্যাডোনিস আরকানা ও ডানুসেরার পণ্য থাকছে ব্যাগে। থাকছে ডিজাইনার বালিশ ও বালিশের কভার। হাতে তৈরি হ্যান্ড ব্যাগ ও ব্যাগ প্যাক। রান্না ঘরের ব্যবহারের বিলাসবহুল পণ্য। থাকে ফুল, কালেকটর্স এডিশন রুবিকস কিউব, বই, চকলেট, হেলথ সাপ্লিমেন্টস, নানা রকমের খাবার, পানীয়সহ আরও অনেক কিছু।

প্রসঙ্গত, আগামী ১০ মার্চ (বাংলাদেশ সময় ১১ মার্চ ভোর) আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসছে এবারের অস্কারের জমকালো আসর। এদিন ঘোষিত হবে বিজয়ীদের নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান