মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

অস্কারে নতুন সঞ্চালক কোনান ও’ব্রায়েন

বিনোদন ডেস্ক / ৩০ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১৬, ২০২৪
অস্কারে নতুন সঞ্চালক কোনান ও’ব্রায়েন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অস্কার সঞ্চালনায় আসছে নতুন মুখ। মার্কিন টেলিভিশন উপস্থাপক, কমেডিয়ান, লেখক ও প্রযোজক কোনান ও’ব্রায়েন সঞ্চালনা করবেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর। শুক্রবার (১৫ নভেম্বর) তাঁর নাম ঘোষণা করেছেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়াং।

বর্তমানে ‘কোনান ও’ব্রায়েন নিডস আ ফ্রেন্ড’ নামের একটি পডকাস্ট সঞ্চালনা করছেন ৬১ বছর বয়সী এই সঞ্চালক। এ ছাড়া সম্প্রতি তিনি শুরু করেছেন ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘কোনান ও’ব্রায়েন মাস্ট গো’। উপস্থাপনার স্বীকৃতি হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে ৫টি এমি অ্যাওয়ার্ড।

ক্যারিয়ারে অসংখ্য অনুষ্ঠানে সঞ্চালনা করলেও এবারই প্রথমবার অস্কার মঞ্চের দায়িত্ব পেলেন কোনান। তিনি বলেন, ‘আমেরিকা এটাই দাবি করেছিল এবং এখন এটাই ঘটছে। আমি অস্কার সঞ্চালনা করতে যাচ্ছি।’

ডিজনি টেলিভিশন গ্রুপের সভাপতি ক্রেগ এরউইচ বলেন, ‘কোনান হাস্যরসাত্মক ব্যক্তিদের মধ্যে অন্যতম। কয়েক দশকের সাফল্যে তার স্বতন্ত্র হাস্যরস ও দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। তিনি দুর্দান্ত কমেডিয়ানদের একটি অনন্য তালিকায় যোগ দিচ্ছেন, যারা অস্কার সঞ্চালনা করেছেন। তাকে অস্কারের কেন্দ্রস্থলে পেয়ে আমরা খুব ভাগ্যবান।’

অস্কারের দুই নির্বাহী প্রযোজক রাজ কাপুর ও কেটি মুল্যান বলেন, ‘দুর্দান্ত অস্কার সঞ্চালনার সমস্ত গুণাবলী আছে কোনানের। তিনি অসাধারণ রসিক, ক্যারিশম্যাটিক ও মজার মানুষ। নিজেকে টেলিভিশন লাইভ অনুষ্ঠানের জন্য পূর্ণ দক্ষ হিসেবে প্রমাণ করেছেন তিনি। হলিউডের সবচেয়ে তাৎপর্যময় রাতে নতুন, রোমাঞ্চকর ও উদযাপনময় একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তার সঙ্গে কাজ করতে আমরা মুখিয়ে আছি।’

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়াং বলেন, ‘এবারের অস্কার সঞ্চালনার করানোর জন্য অতুলনীয় কোনান ও’ব্রায়েনকে পেয়ে আমরা রোমাঞ্চিত ও সম্মানিত। দারুণ হাস্যরস, চলচ্চিত্রের প্রতি ভালোবাসা ও লাইভ করার দক্ষতার মাধ্যমে ছায়াছবির বৈশ্বিক উদযাপনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই জুতসই ব্যক্তি। দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনে তার অসাধারণ সামর্থ্য মানুষকে একত্রিত করবে। দর্শনীয় চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাদের সম্মান জানাতে অস্কার এটাই চেষ্টা করে।’

প্রসঙ্গত, আগামী বছরের ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ ভোর ৬টা) হলিউডের ডলবি থিয়েটারে বসবে ৯৭তম অস্কার তথা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এবিসি নেটওয়ার্ক ২০০টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করবে এই আয়োজন।সূত্র: ডেডলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান