শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

অস্কারের ৯৫তম আসরের ২৩ বিভাগে মনোনয়ন ঘোষণা

ফোরাম প্রতিবেদক / ১৩৭ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২৩
Academy launches probe after indie film's surprise Oscars nod
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অস্কারের ৯৫তম আসরের ২৩ বিভাগে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আগামী ১২ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে অস্কার।

অস্কারের ৯৫তম আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে ভারতীয় সাই-ফাই কমেডি ড্রামা- এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স। সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ ১১টি ক্যাটাগরিতে পেয়েছে মনোনয়ন।

সবচেয়ে বেশি মনোনয়নের দিক থেকে এর পরেই আছে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এবং দ্য বানশিজ অব ইনিশেরিন। পেয়েছে ৯টি করে মনোনয়ন।

মনোনয়নের তালিকায় আরও আছে এলভিস, দ্য ফেবলম্যানস, টপ গান: ম্যাভেরিক, টার, ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরেভার এবং অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার।

সেরা অভিনেতা-অভিনেত্রীর মনোনয়ন যারা পেলেন তার মধ্যে, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমার মিশেল ইও, টার সিনেমার কেট ব্ল্যানচেট, দ্য হোয়েলের অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার এবং দ্য ফেবলম্যানসের মিশেল উইলিয়ামসসহ আরও অনেকে।

সেরা পরিচালকের জন্য মনোনয়ন পেয়েছেন দ্য বানশিজ অব ইনিশেরিন সিনেমার পরিচালক মার্টিন ম্যাকডোনা ও দ্য ফেবলম্যানসের স্টিভেন স্পিলবার্গসহ আরও কয়েকজন।

গোল্ডেন গ্লোবের পর অস্কারেও জয়জয়কার আরআরআর সিনেমার নাটু নাটু গানটির। পেয়েছে সেরা মৌলিক গানের মনোনয়ন।

এবার অস্কারে সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে প্রবাসী বাঙ্গালি নির্মাতা শৌনক সেনের অল দ্যাট ব্রিদস। আর স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে দ্য এলিফ্যান্ট হুইসপার্স। ভারত থেকে এর আগে কখনোই তথ্যচিত্র বিভাগে একসঙ্গে দু‌ইটি চলচ্চিত্র মনোনয়ন পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান