অস্কারজয়ী সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী আইরিন কারা এসকালেরা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। কারার প্রতিনিধি জানিয়েছেন, ফ্লোরিডায় নিজ বাড়িতে আইরিনের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। খবর বিবিসির।
‘ফ্ল্যাশড্যান্স… হোয়াট এ ফিলিং’ গানটির জন্য শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে অ্যাকাডেমি পুরস্কার (অস্কার) জিতেছিলেন কারা। গানটির সহ-রচয়িতায়ও ছিলেন তিনি। গানটির জন্য সেরা পপ ভোকাল নারী শিল্পী হিসেবে গ্র্যামি জিতেছিলেন কারা।
‘ফেম’ ছবিতে কোনো হার্নান্দেজের ভূমিকায় অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন তিনি। ছবিটির টাইটেল গানেও তিনি কণ্ঠ দিয়েছিলেন।
আইরিনের জন্ম ১৯৫৯ সালে নিউ ইয়র্ক সিটিতে। টেলিভিশন দিয়ে ক্যারিয়ান শুরু করেছিলেন আইরিন। খুব অল্পবয়স থেকেই তিনি স্প্যানিশ ও ইংরেজি ভাষায় গান রেকর্ড করা শুরু করেছিলেন।
You must be logged in to post a comment.