রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

অস্কারজয়ীদের যা বললেন নরেন্দ্র মোদি

ফোরাম প্রতিবেদক / ১৩৯ জন দেখেছেন
আপডেট : মার্চ ১৪, ২০২৩
অস্কারজয়ীদের যা বললেন নরেন্দ্র মোদি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানের মাধ্যমে অস্কারের দেখা পেল ভারত। এতে বিশ্বের কাছে গর্বিত হয়েছে দেশটি। এর আগে চলতি বছরের শুরুতে গোল্ডেন গ্লোবস অর্জন করে সিনেমাটি। এবার অস্কারের মঞ্চে বাজিমাত করায় ‘আরআরআর’ টিমকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডসহ পুরো দেশ এখন উচ্ছ্বসিত। নির্মাতা এসএস রাজামৌলির সিনেমার মাধ্যমে এভাবে অস্কার জয় দেশটির জন্য নতুন অর্জন। সিনেমার ‘নাটু নাটু’ গানকে সেরা অর্জিনাল গান হিসেবে ঘোষণার সময় অস্কারের উপস্থাপিকা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের চোখে পানিও চলে এসেছিল।

তবে দেশের এতবড় অর্জনে দৃষ্টি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদির। সোমবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে টুইটারে তিনি ‘আরআরআর’ টিমকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘দারুণ! নাটু নাটু গানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে এই গানকে। অসংখ্য শুভেচ্ছা কিরাবাণী, রাজামৌলীসহ পুরো টিমকে।’

নাটু নাটু’র সংগীত পরিচালনা করেছেন এমএম কিরাবাণী। বিশ্বজুড়ে ঝড় তুলে দেয়া এ গানে কণ্ঠ দিয়েছেন গায়ক রাহুল সিপলগঞ্জ ও কলা ভৈরব।

এছাড়াও দক্ষিণী সিনেমা ‘দ্য এলিফ্যান্ট হুইম্পারার্স’ কেও শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। দুই প্রযোজককে ট্যাগ করে এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘অভিনন্দন জানাই দ্য এলিফ্যান্ট হুইম্পারার্স সিনেমার সব কলাকুশলীকে। তারা খুব সুন্দরভাবে স্থায়ী উন্নয়ন ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান