অসুস্থ হয়ে পড়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরী মণি। রাজধানীর একটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এই চিত্রনায়িকা নিজেই।
তিনি জানান, হঠাৎ জ্বর আসায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অন্যদিকে, ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন এই শিল্পী। যেখানে তাঁর ছেলে রাজ্যর সঙ্গে হাসপাতালের বিছানায় সময় কাটাতে দেখা যায় তাঁকে।
অসুস্থ পরীর হাতে দেওয়া হয়েছে ক্যানোলা। সেটাতে ফুঁ দিয়ে মাকে সুস্থ করার চেষ্টা দেখা যায় ছোট্ট রাজ্যের মধ্যে।
পরীও ‘খোকা ঘুমাল, পাড়া জুড়াল, বর্গী এলো দেশে’ ছড়া আবৃত্তি করে রাজ্যকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে থাকেন।
অন্যদিকে অসুস্থতার বিষয়ে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। জানা যায়, চিকিৎসকরা কিছু পরীক্ষা করতে দিয়েছেন।
এর আগে গত ১৮ আগস্ট জ্বর নিয়েই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরী। একই সময়ে তাঁর সাবেক স্বামী রাজের রক্তাক্ত মাথার ছবিও পাওয়া যায়। তিনিও গিয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে। পরে জানা যায়, দাম্পত্য কলহ নয়, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ। তবে পরের মাসেও চরম কলহ জড়িয়ে পরী রাজকে বিচ্ছেদপত্র পাঠান।
You must be logged in to post a comment.