ভারতের কলকাতায় ছবির শুটিং করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে ‘শাস্ত্রী’ চলচ্চিত্রের শুটিং করার সময় তিনি অসুস্থ বোধ করায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। স্ট্রোক করেছিলেন এই অভিনেতা। আগের তুলনায় কিছুটা ভালো আছেন তিনি। বর্তমানে আইসিইউ ওয়ার্ডের ১২৮নম্বর বেডে হাসপাতালের আইটিইউতে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় ভৌমিকের অধীনে ভর্তি আছেন মিঠুন। প্রাথমিক ভাবে অভিনেতার এমআরআই করা হয়েছে।
সোহম চক্রবর্তীর ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। এ সময় দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা। গত বছর তাঁর ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। এ বার সদ্য নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। সোহম চক্রবর্তী প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন মিঠুন। এই ছবিতে বহু বছর বাদে একফ্রেমে ধরা দেবেন মিঠুন ও দেবশ্রী।
You must be logged in to post a comment.