বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বিনোদন প্রতিবেদক / ৬৩ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৬, ২০২৩
অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অভিনেত্রী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতি শনিবার (২৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জ্যোতিকা জ্যোতির শরীরে রক্তের প্রদাহ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং কিডনিজনিত নানা উপসর্গ দেখা দিয়েছে। ডায়াবেটিসও রয়েছে তার। এখন যথাযথ চিকিৎসা ও রোগ নির্ণয়ের প্রক্রিয়া চলছে।

রোববার (২৬ নভেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।

এ অভিনেত্রী বর্তমানে এন্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) ও মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন জ্যোতিকা জ্যোতি।

এদিকে কিছুদিন আগেই অসুস্থতা সম্পর্কে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই তার। কেননা, অসুস্থতার জন্য অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে ব্যস্ত সময় পার করা তার জন্য সম্ভব হচ্ছে না। হঠাৎ করেই তার অসুস্থতা ভর করে। এই ভালো তো এই খারাপ―এই অবস্থা।

প্রসঙ্গত, জ্যোতিকা জ্যোতিকে ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘একদিন’ ও ‘লাল মুরগির ঝুঁটি’সহ অনেক জনপ্রিয় সিনেমায় এবং টেলিভিশন নাটকে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান