সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাকে নাচের ভিডিও আপলোড করেন অনেক অভিনেত্রীরা। এদের মধ্যে অন্যতম ভোজপুরি অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিত। মাঝে মাঝেই আবেদনময়ীবভাবে নিজেকে তুলে ধরে আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। সোশ্যালে কেউ কেউ আবার প্রতিনিয়তই বোল্ড অবতারে মেলে ধরেন নিজেকে।
বছরখানেক আগে একবার ভিন্নভাবে শিরোনামে উঠে আসেন এ অভিনেত্রী। ২০২২ সালে একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয় সোশ্যালে। যেখানে ভিডিওতে থাকা নারীকে দাবি করা হয়েছিল, তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা। সেই ভিডিওটি ভাইরাল হতেই ক্যারিয়ারে বিশাল বড় ধাক্কা লাগে তার।
এ অভিনেত্রী ঘটনার সময় তাৎক্ষণিক কিছু না বললেও পরে অবশ্য কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তখন খুবই ভয়ানকভাবে দিন কাটিয়েছেন তিনি। রাতারাতি ভিডিওটি ছড়িয়ে পড়ে। শুরু হয় সমালোচনা ও কটাক্ষ। পরে অবশ্য আইনি পদক্ষেপ নিয়েছিলেন প্রিয়াঙ্কা।
পরে অবশ্য এ ব্যাপারে কথা বলেছিলেন তিনি। জানিয়েছিলেন, ভিডিওতে থাকা মেয়েটি তিনি নন। কোথাও আবার দাবি করেছেন, ভুয়া ভিডিওটি রাতারাতি ক্যারিয়ার শেষ করে দিয়েছে তার।
এদিকে অন্য একটি সংবাদমাধ্যমের খবর, গত বছরের ফেব্রুয়ারিতে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, শুধু তার বদনাম ছড়ানোর জন্যই কেউ ভিডিওটির সঙ্গে নাম জুড়ে দিয়েছে তার। তিনি বলেছিলেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। যাতে করে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। এ কারণে খুব নিখুঁতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
You must be logged in to post a comment.