শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

অশ্লীল ছবি ওঠার ভয়ে চিন্তায় জাহ্নবী

ফোরাম প্রতিবেদক / ২৫৩ জন দেখেছেন
আপডেট : জুলাই ২০, ২০২২
অশ্লীল ছবি ওঠার ভয়ে চিন্তায় জাহ্নবী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

তারকাদের সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়, ক‍্যামেরার সামনে যাতে কোনো রকম অঘটন না ঘটে যায়। তারা যেখানেই যান সেখানেই পেছন পেছন ধাওয়া করে একগুচ্ছ ক‍্যামেরার লেন্স। পোশাক বিভ্রাটের মুখে পড়ে ট্রোল হয়েছেন এমন অভিনেত্রীর সংখ‍্যা নেহাত কম নয় ইন্ডাস্ট্রিতে। নিজে কখন ওই পরিস্থিতিতে পড়তে হয় সারাক্ষণ সেই চিন্তায় থাকেন জাহ্নবী কাপুর।

স্টারকিড হিসাবে বলিউডে পা রেখেছিলেন জাহ্নবী। যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর চতুর্দিকে পাপারাৎজির ভিড় থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তাঁর কখনো এমন মনে হয়নি যে সবসময় ‘হট’ বা আকর্ষণীয় দেখাতে হবে তাঁকে।
জাহ্নবী বলেন, তাঁকে বেশিরভাগ সময়েই জিমের পোশাকে দেখা যায়। পাপারাৎজির তোলা ছবি নিয়ে অনেক চর্চা, ট্রোলও হয়। সেটা জানেন অভিনেত্রী। তবে তিনি বলেন, মাঝে মাঝে তাঁর মনে হয় শুধু নিজের আরামের দিকে মনোযোগ দিতে। তবে পাপারাৎজির কোনো ভুল অ্যাঙ্গেলে তোলা ছবিতে যদি তাঁকে অশ্লীল দেখায়, সেটা নিয়েই চিন্তায় থাকেন জাহ্নবী।

শ্রীদেবী কন‍্যার কথায়, “আমার মনে হয় না কোনো মেয়েই অশ্লীল দেখানোর উদ্দেশ‍্য নিয়ে সাজে বলে। কখনো ছবি এমন ভাবে তোলা হয় যাতে অশ্লীল দেখায় আর তারপর চরিত্রের দিকে আঙুল ওঠে। নিজের পছন্দ অনুযায়ী পোশাক পরলেও এই বিষয়টা নিয়ে আমার বিরক্তি লাগে।”
সম্প্রতি জাহ্নবী জানান, নিজের পরিবারের সদস‍্যদের নিয়েই একটি বানাতে চান তিনি। বাবা বনি কাপুর ছবির প্রযোজনা করবেন। আর অভিনয়ের জন‍্য জাহ্নবী নিজে, সৎ দাদা অর্জুন কাপুর এবং নিজের বোন খুশি তো রয়েছেই। খুশি কাপুর আপাতত নিজের ডেবিউ ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন।

জাহ্নবী মজা করে বলেন, গোটা পরিবারকে একসঙ্গে আনার জন‍্য এর থেকে ভাল উপায় আর কিছু হতে পারে না। আর যেহেতু অভিনেতা অভিনেত্রীরা সব একই পরিবারের হবে, তাই ছবিটার নাম দেওয়া হবে ‘নেপোটিজম’।

প্রসঙ্গত, ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। অভিনয়ের জন‍্য তেমন প্রশংসা না পেলেও কাজ কম নেই তাঁর হাতে। আগামীতে ‘গুড লাক জেরি’ ছবিতে দেখা যাবে জাহ্নবীকে। তাঁর বোন খুশি ডেবিউ করছেন ‘দ‍্য আর্চিস’ ছবি দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান