১০০ কোটি রুপির একটি পঞ্জি স্কিমের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে দক্ষিণ ভারতীয় তারকা প্রকাশ রাজকে। দেশটির প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে একটি সংস্থার সঙ্গে যোগসূত্রের কারণে ২০ নভেম্বর তদন্তকারী সংস্থা সমন পাঠান।
ইডি-র সূত্রে খবর, প্রকাশ রাজকে তলব করা হয়েছে প্রণব জুয়েলার্সের জাল সোনার বিনিয়োগ প্রকল্পের বিস্তারের ঘটনায় তদন্তের জন্য। ৫৮ বছর বয়সী এই অভিনেতা এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন এবং আগামী সপ্তাহে চেন্নাইতে ফেডারেল এজেন্সির সামনে তাঁকে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সূত্রেই পঞ্জি কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চেন্নাইয়ে ইডির আঞ্চলিক দফতরে ডেকে পাঠানো হয়েছে অভিনেতাকে!
তামিলনাড়ুর ত্রিচিতে অবস্থিত স্বর্ণবিপণীটি! এই সংস্থার একাধিক শাখা রয়েছে তামিলনাড়ুতে। ইডি সূত্রে খবর, ওই স্বর্ণ প্রতিষ্ঠানটি সোনা কিনে বিনিয়োগ এবং তার বিনিময়ে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১০০ কোটি রুপি তুলেছে।
এর আগে গত ২০ নভেম্বর সংস্থাটির সঙ্গে যুক্ত বেশ কিছু বাড়িতে তল্লাশি চালান ইডি কর্মকর্তারা। এখনও পর্যন্ত তল্লাশিতে কিছু নথি, প্রায় ২৪ লক্ষ রুপি এবং প্রায় ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছেন তদন্তকারীরা। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা বিনিয়োগ করালেও নির্দিষ্ট সময়ে সুদ-সমেত অর্থ স্বর্ণবিপণীটি ফেরাতে পারেনি বলে অভিযোগ। এরপর এফআইআর করা হয়!
অভিনেতা পরিচয়ের বাইরেও প্রকাশ রাজ প্রযোজক, পরিচালক ও টেলিভিশন উপস্থাপক। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তিনি দীর্ঘদিন ধরে অভিনয় করছেন। নিয়মিত কাজ করছেন বলিউডেও। বাংলাদেশে তাঁর পরিচিতি সালমান খানের ‘ওয়ান্টেড’ ছবির মাধ্যমে।
You must be logged in to post a comment.