শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই

ফোরাম প্রতিবেদক / ৭৪ জন দেখেছেন
আপডেট : জুন ৩০, ২০২৩
অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অভিনেত্রী মিতা চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়ে নাভিন চৌধুরী এক পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর সংবাদ জানান। নাভিন ফেসবুকে লিখেছেন, বৃহস্পতিবার রাতে তাঁর মা মারা গেছেন।

এছাড়া অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাও তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অভিনেত্রী মিতা চৌধুরীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্যানসারে আক্রান্ত মিতা চৌধুরী লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এ নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০০৬ সালে দেশে ফেরেন। শুরু করেন অভিনয়। তাঁর প্রথম ধারাবাহিকের নাম ‘শান্ত কুটির’।

অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী ‘গুড নাইট মা’–এর পাণ্ডুলিপি তৈরি করেন।

বিটিভিতে মিতা চৌধুরীর প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর ‘আরেকটি শহর চাই’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান