ছোট পর্দার জনপ্রিয় মুখ মনিরা আক্তার মিঠু। প্রায় দুই দশক ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রকাশিত করে ধীরে ধীরে শোবিজ অঙ্গনে আলাদা একটি অবস্থান তৈরি করে নিয়েছেন এই তারকা।
সম্প্রতি জনপ্রিয় এই অভিনেত্রীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসময় তার বাসার মূল্যবান জিনিস গহনা, টাকা সহ অনেক কিছুই চুরি হয়েছে বলে জানান তিনি। রোববার (২ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই তথ্য জানান।
এদিন দুপুর ২টা নাগাদ মনিরা মিঠু তার স্ট্যাটাসে লেখেন, বাসার সবাই হাসপাতালে ছিল আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস গহনা, টাকা সব চুরি হয়ে গেছে । মেরুদন্ড তো আমার একটাই। আল্লাহ তায়ালা সেই মেরুদন্ডে অনেক শক্তি দিয়েছেন, আবার সব গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমার উপর সহায় হবেন, আল্লাহ ভরসা।
যদিও কবে কখন এই ঘটনা ঘটেছে এবং কি পরিমাণ সম্পর্দের ক্ষতি হয়েছে জানা যায়নি।
You must be logged in to post a comment.