বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

অভিনেত্রীর ১৯ বছরের সংসার ভেঙে গেল

ফোরাম প্রতিবেদক / ১২২ জন দেখেছেন
আপডেট : মার্চ ১১, ২০২৩
অভিনেত্রীর ১৯ বছরের সংসার ভেঙে গেল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আরো একটি মন খারাপের খবর শোবিজের ভক্তদের জন্য। সংসার ভেঙেছে এক অভিনেত্রীর। এবার বিচ্ছেদ ঘোষণা করলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রে। স্বামী পীযূষ পুরীর সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন তিনি।

ভারতীয় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘অঙ্গুরী ভাবি’তে অভিনয় করা অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, প্রায় এক বছর ধরে তারা একসঙ্গে থাকছেন না। ২০০৩ সালে পীযূষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শুভাঙ্গী। দুই বছর পর তাদের একটি কন্যাসন্তান হয়।

এ প্রসঙ্গে অভিনেত্রী শুভাঙ্গী বলেন, ‘প্রায় এক বছর হয়ে গেল একসঙ্গে থাকতে পারছি না। পীযূষ আর আমি আমাদের বিয়ে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম। পারস্পরিক শ্রদ্ধা, সাহচর্য, বিশ্বাস এবং বন্ধুত্বই মজবুত দাম্পত্যের ভিত্তি’, সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শুভাঙ্গী।’

তিনি বলেন, ‘পরিস্থিতি এখনো কঠিন। আমার পরিবারই সবসময় অগ্রাধিকার পায়, আমরা সবাই চাই আমাদের চারপাশে আমাদের পরিবার থাকুক। কিন্তু কিছু ক্ষতি পূরণ করা যায় না। এতো বছরের সম্পর্ক যখন ভেঙে যায়, তখন সেটা আপনাকে মানসিক ও ইমোশনালি প্রভাবিত করতে বাধ্য।’

তিনি আরো বলেন, ‘আমার জিবনেও এর প্রভাব পড়েছিল, কিন্তু আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছিল এবং আমি এর সঙ্গে একমত হয়েছি। মানসিক স্থিতিশীলতা সবার আগে দরকার। আমি সবসময় বিশ্বাস করি যে প্রতিকূলতা আপনাকে শিক্ষা দেয়।’

২০০৩ সালে পীযূষ পুরী নামে এক ব্যক্তির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী শুভাঙ্গী। বিয়ের দুই বছর পর তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। বর্তমানে তার বয়স ১৭ বছর। সংসার ভেঙে গেলেও মেয়ের দেখাশোনা দুজনেই ভাগ করে করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান