শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

অভিনেতা স্বামীকে ডিভোর্স দিচ্ছেন অভিনেত্রী ডায়ানা ড্যানিয়েল

বিনোদন প্রতিবেদক / ২৩ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৩০, ২০২৪
অভিনেতা স্বামীকে ডিভোর্স দিচ্ছেন অভিনেত্রী ডায়ানা ড্যানিয়েল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সহ-অভিনেতাকে ফরিদ কামিলকে বিয়ের একযুগ পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন মার্কিন যুক্তরাষ্ট্র বংশোদ্ভুত মালয়েশিয়ার তারকা অভিনেত্রী ডায়ানা ড্যানিয়েল। এ জন্য আইনি প্রক্রিয়ার যাবতীয় সব শুরুও করে দিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী ড্যানিয়েলের শরীয়াহ আইনজীবী তার বিয়েবিচ্ছেদের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী দাতুক আকবরদিন আব্দুল কাদির জানিয়েছেন, অভিনেতা ও পরিচালক ফরিদ কামিল এবং অভিনেত্রী ড্যানিয়েলের মধ্যাকার বিচ্ছেদ শিগগিরই শরিয়াহ আদালতে দায়ের করা হবে।

এ আইনজীবী বলেন, আমার ক্লায়েন্ট ইতোমধ্যে ডিভোর্সের জন্য ফাইল তৈরির নির্দেশনা দিয়েছেন। তবে আমি তাদের মধ্যকার পুনর্মিলন এবং বিয়েবিচ্ছেদ―উভয় প্রক্রিয়াই প্রস্তুত করে রেখেছি। যেকোনো সময় বিষয়টি আদালত থেকে সিদ্ধান্ত আসবে।

তিনি আরও বলেন, আমার ক্লায়েন্ট বিয়েবিচ্ছেদের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এ কারণে তিনি কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আর গতকালই বিষয়টি নিয়ে দ্রুত কাজের কথা বলেছেন অভিনেত্রী ড্যানিয়েল।

এদিকে এ অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরি দেন। যেখানে স্বামীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি। একইসঙ্গে আইনিভাবে এ জন্য আবেদন করবেন বলেও জানান।

সোশ্যালে এ তারকা স্বামী ফরিদকে উদ্দেশ্য করে লিখেছেন, না, আমি ব্যাখ্যা করতে যাব কেন? তিনি হয়তো যথারীতি ফুল, আংটি ও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর আগে গত বছরের মার্চে দীর্ঘস্থায়ী বিরোধ এবং স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে থাকার অপরাগতা প্রকাশ করে বিয়েবিচ্ছেদের আবেদন করেছিলেন এ অভিনেত্রী। তবে আবেদনের একমাস পর তাদের দাম্পত্য জটিলতা মিটমাট হয়ে যায়।

প্রসঙ্গত, ২০১২ সালে অভিনেতা ফরিদ কামিলের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী ড্যানিয়েল। একযুগের দাম্পত্যজীবনে তাদের কোলজুড়ে দুটি সন্তান এসেছে, একজন মুহাম্মদ (১১) এবং অন্যজন নুর অরোরা (৯)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান