অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ আর নেই। ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এছাড়াও তাঁর বেশ কয়েকজন সহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে লিখেছেন।
রওনক হাসান বলেন, ‘মগবাজার কমিউনিটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তাঁর আত্মার শান্তি হোক।’
প্রয়াতকে নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘‘আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রের নাম ছিল—আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে। চরিত্রটি যখন তাঁকে বুঝিয়ে বললাম, এমনভাবে তিনি করেছিলেন যে, তাঁর ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে চিনতে পেরেছিল কিনা জানি না।’’
সবশেষ তিনি লিখেছেন, ‘অবশেষে শুধু বলব, মানুষটা ভালো অভিনয় করত। আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমাদের সহকর্মী সম্পর্কে নির্দ্বিধায় বলতে পারি, এই মানুষটা একজন ভালো মানুষ ছিল। আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আমিন।’
জানা যায়, তারেক মাহমুদের জানাজা ও দাফনের বিষয়ে আজ শুক্রবার সিদ্ধান্ত হবে।
You must be logged in to post a comment.