বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করলেন মৌসুমী

ফোরাম প্রতিবেদক / ৯১ জন দেখেছেন
আপডেট : মার্চ ২৫, ২০২৩
অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করলেন মৌসুমী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নব্বই দশকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী তার অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করলেন। এই উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার পর্দা ও বাস্তব জীবনের নায়ক ওমর সানী।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে মৌসুমীর সঙ্গে ছবি পোস্ট করে ওমর সানী লেখেন, ‘অভিনন্দন মৌসুমী তোমাকে, তোমার কর্মজীবনের ৩০ বছর উপলক্ষে। আজ তুমি সবার কাছে প্রিয়দর্শিনী চলচ্চিত্রের কাছে প্রিয়দর্শিনী এবং আমার পরিবারের কাছে তুমি প্রিয়দর্শনী। অভিনন্দন।’

১৯৯৩ সালে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় তার।

প্রথম সিনেমা দিয়েই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘দোলা’, ‘দেনমোহর’, ‘স্নেহ’, ‘গরীবের রাণী’সহ উপহার দিয়েছেন দর্শকপ্রিয় অসংখ্য সিনেমা।

এ পর্যন্ত প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। ‘মেঘলা’, ‘আকাশ’, ‘দেবদাস’ ও ‘তারকাটা’ সিনেমার জন্য পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান