বিশ্বকাপে টানা দ্বিতীয়বার নকআউট পর্বে উঠতে ব্যর্থ চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। চলমান কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে তারা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর)আল-খোরে আল-বায়াত স্টেডিয়ামে গ্রুপ-ই’তে নিজেদের শেষ ম্যাচে জার্মানি ৪-২ গোলে হারায় কোস্টারিকাকে। এ ম্যাচ জয়ের পরও গ্রুপপর্বের বাধা টপকাতে পারেনি জার্মানি। স্পেনের সঙ্গে সমান ৪ করে পয়েন্ট জার্মানদের। গোল পার্থক্যে পিছিয়ে পড়ে গ্রুপপর্ব থেকে বিশ্বকাপ শেষ করতে হয় তাদের। স্পেনের গোল +৬। জার্মানির +১ গোল।
২০১৪ বিশ্বকাপ জয়ের পর টানা দুই আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নিলো জার্মানি। তাদের এমন বিদায়কে ‘চরম বিপর্যয়’ বলছেন বিশ্বকাপজয়ী দলের স্ট্রাইকার থমাস মুলার।
কোস্টারিকার সঙ্গে ম্যাচ শেষে তিনি বলেন, এটা চরম বিপর্যয়। আমাদের জন্য এটি অবিশ্বাস্য রকমের তিক্ত অভিজ্ঞতা। আমাদের ফলাফল যথেষ্ট ছিল না (যদি জাপানের কাছে স্পেন না হারতো)। শক্তিহীনতার অনুভূতি হচ্ছে।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অভিষেক হয় মুলারের। তিনি বলেন, যদি জার্মানির হয়ে এই ম্যাচই আমার ক্যারিয়ারের শেষ হয়, তাহলে এটা পরম আনন্দের। সবাইকে অনেক ধন্যবাদ।
দলের সঙ্গে কাটানো সময়গুলো উপভোগ করেছেন উল্লেখ করে মুলার বলেন, আমরা একসঙ্গে অবিশ্বাস্য মুহূর্ত কাটিয়েছি। প্রতিটি ম্যাচেই আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আমি এটা ভালোবাসা দিয়ে করেছি। বিশ্বকাপে চরম বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে আমাদের।
You must be logged in to post a comment.