দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে অবশেষে। মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি।
২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘বিউটি সার্কাস’। ২০১৭ সালে শুরু হয় সিনেমার শ্যুটিং। তবে নানা কারণে দীর্ঘদিন কাজ আটকে ছিল ছবিটির।
মাহমুদ দিদার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত ও মনিসা অর্চিসহ অনেকে।
জানা গেছে, সিনেমার মুক্তির জন্য তারিখ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বিউটি সার্কাস সিনেমাটি ২৩শে সেপ্টেম্বর মুক্তির জন্য তারিখ বরাদ্দ নিয়েছে। এখন অপেক্ষা অনুমতির। অর্থাৎ সব ঠিক থাকলে সিনেমাটি সেপ্টেম্বরের ২৩ তারিখে মুক্তি পাবে।
তবে, একইদিন অপারেশন সুন্দরবন সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে এর প্রযোজনা সংস্থা। এমনটা হলে বক্স অফিসে জোর লড়াই হবে দুই ছবির।
You must be logged in to post a comment.