নানান কারণে মুক্তির দেখা পায়নি জয়া আহসান অভিনীত আরও একটি সিনেমা ‘পেয়ারার সুবাস’। নন্দিত নির্মাতা নুরুল আলম আতিকের এই সিনেমাটির শুটিং শেষ হয়েছিল অনেক আগেই। তবে সব বাধা কাটিয়ে আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি।
রবির বিরুদ্ধে সোহানা সাবার মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ
মঙ্গলবার (৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল। তিনি বলেন, “আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারিতে। সিনেমাটি দেখার জন্য দর্শক অনেকদিন ধরেই অপেক্ষা করছেন। এই সিনেমা দিয়ে জয়া আহসান আবারও বাজিমাত করবেন বলে আমাদের বিশ্বাস।’
নির্মাতা নুরুল আলম আতিক বলেন, ‘আমরা দর্শকের কাছে ‘পেয়ারার সুবাস’ পৌঁছে দিতে প্রস্তুত।’
জানা গেছে, সিনেমাটি মুক্তির খবর পেয়ে জয়া আহসানসহ এর অন্য কলাকুশলীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকেই।
You must be logged in to post a comment.