অভিনেত্রী মাহিয়া মাহি। গত তিন বছর রাজনীতিতে হয়ে উঠেছেন নেত্রী। রাজনীতির মাঠে বেশ সরব তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দাবি করে এসেছেন। করেছেন জাতীয় সংসদ নির্বাচনও।
প্রায় সময়ই রাজনীতিক সভা-সমাবেশে প্রচার করতে দেখা গেছে তাঁর ফেসবুক প্রোফাইলে। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের বেশ কিছুদিন আগে থেকে একেবারেই নীরব হয়ে যান এ নায়িকা। অবশেষে তাঁকে পাওয়া গেল। গতকাল (১৪ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগর পর ফেসবুকে বিষয়টি নিয়ে নিন্দা জানালেন।
লিখেছেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা। নিন্দা ও প্রতিবাদ জানাই।’ এ ছাড়াও আজ বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে।
মাহি রাজনৈতিক ইস্যুতে সবশেষ কথা বলেছিলেন গত ১৭ জুলাই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা উত্তাল। সেদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন এমন একটি সংবাদ কার্ড শেয়ার করে লিখেছিলেন, ‘সমাধান হোক’।
এর দুই ঘণ্টা আগে লিখেছিলেন, ‘আমার ভাই-বোনদেরকে আর কেউ আঘাত করবেন না।’
মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশেই এই স্ট্যাটাস ছিল বলে ধারণা করা হয়। গত এক মাসে পরী মণির সন্তানের জন্মদিন ও বান্ধবীর বিয়ের পোস্টের বাইরে আর কোনো কিছুতেই ছিলেন না মাহি।
You must be logged in to post a comment.