দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী শুক্রবার (১৬ই ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে জেমস ক্যামেরনের সাড়া জাগানো ছবি ‘অ্যাভাটার’র সিনেমার সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। বিশ্বের অন্যান্য দেশের সাথে একইদিন বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি।
১৩ বছর আগে ২০০৯ সালে মুক্তি পায় ‘অ্যাভাটার’। মুক্তির পরই তোলপাড় ফেলে এই সিনেমা। বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। এখনো পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে সিনেমাটি।
এর প্রেক্ষিতে কয়েক বছর আগে ছবির দ্বিতীয় কিস্তি আনার ঘোষণা দেন ক্যামেরুন। তবে নানা জটিলতায় কয়েকবার পিছিয়ে যায় ছবিটির মুক্তি। সেই অপেক্ষার পালা শেষ করে ১৬ই ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। বিশ্বমুক্তির দিনেই বাংলাদেশের সিনেমা হলে দেখা যাবে ছবিটি। এরইমধ্যে অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছে।
নতুন সিনেমার মূল কাহিনী এখনও রহস্যাবৃত রাখা জয়েছে, তবে প্রথম সিনেমার তারকা ওর্থিংটন, জো সালডানা ও সিগোরনি ওয়েভার নতুন পর্বেও থাকছেন। নতুন যুক্ত হচ্ছেন মিশেল ইয়েও, এডি ফ্যালকো, উনা চ্যাপলিন এবং কেট উইন্সলেট।
টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও। এই পর্বে খুবই উচ্চ পর্যায়ের ভিজুয়াল এফেক্ট থাকবে বলে জানা গেছে।
You must be logged in to post a comment.