সাম্প্রতিক সময়ে ঢাকাই চলচিত্রের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ভিন্ন সময়ে চলচ্চিত্রজগতে আসলেও তারা দুজনেই আলোচনায় আসেন, পরিচিতি পান শাকিব খানের সঙ্গে অভিনয় এবং বিয়ের পর।
অভিনেত্রী না হলে কী হতেন অপু বিশ্বাস? জানালেন কলকাতায়
কাকতালীয়ভাবে একই দিনে নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে আলোচিত এই দুই তারকার। একজন শুটিং করবেন মানিকগঞ্জে অন্যজন সিলেটে।
বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। অন্যদিকে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রে অভিনয় করছেন শবনম বুবলী। অপুর বিপরীতে নায়ক সাইমন সাদিক আর বুবলীর বিপরীতে নায়ক হয়ে পর্দায় আসছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
শাকিবের সঙ্গে সম্পর্ক না থাকার খবর অস্বীকার করেছেন বুবলী
অপু বিশ্বাস ও শবনম বুবলী চলচ্চিত্রজগতে এসেছেন ভিন্ন সময়ে। অপুর চলচ্চিত্রে অভিনয় জীবন ১৭ বছরের, বুবলীর ৬ বছরের। একজন এসেছেন ‘কাল সকালে’ ছবি দিয়ে, অন্যজনের প্রথম ছবি ‘বসগিরি’।
You must be logged in to post a comment.