চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল সোমবার চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলির করা জিডিতে অপু ছাড়াও বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম অপু নামের আরেকজনকে।
আজ মঙ্গলবার হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফয়সাল এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, জিডি নম্বর-১১১৫। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সিমির করা জিডিতে উল্লেখ করা হয়েছে- এই মর্মে জানাচ্ছি যে, আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি।
বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯ আগস্ট আনুমানিক সন্ধ্যায় ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১ আগস্ট সকাল ৮টায় দুই নম্বর বিবাদী এক নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।
জিডিতে উল্লেখ করা হয়েছে, পরে দুই নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।
এবারের ঈদে‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি পায়। কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক। এদিকে মুক্তির অপেক্ষায় আছে অপু অভিনীত ‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ নামের একটি সিনেমা।
You must be logged in to post a comment.