সন্তানের সঙ্গে খুনসুটির ছবি বা ভিডিও মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন জনপ্রিয় তারকারা। ব্যক্তিগত সেসব ছবি ও ভিডিও আনন্দ দেয় ভক্ত ও অনুরাগীদের। এমনই একটি খুনসুটির ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল বুধবার (১২ এপ্রিল) তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ভিডিও পোস্ট করেন তিনি।
ভিডিওতে দেখা গেছে, অপু বিশ্বাস হলুদ টি শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত অবস্থায় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে বাড়ি ফিরছেন। জয় সাদা স্কুল ড্রেস পরে ও কাঁধে স্কুল ব্যাগ করে নিয়ে মায়ের সঙ্গে কথা বলছেন। এক পর্যায়ে দেখা যায়, গাড়ি খুঁজছেন তারা। পরে গাড়ি দেখতে পায় জয়। আর অপু বিশ্বাস বলেন, ‘দৌড় দে’। তখনই জয় দৌড়ে গিয়ে সাদা রঙের একটি মাইক্রোবাসের কাছে যায়, সঙ্গে যান অপু বিশ্বাসও। ওই সময় মায়ের সঙ্গে জয় আধো কণ্ঠে বলতে শুরু করে ‘হাই মমের ইউটিউব চ্যানেল। তোমরা সাবস্ক্রাইব করুন, বেলের আইকন বাটন ক্লিক করে।’ পরে মা-ছেলে গাড়িতে ওঠেন।
ভিডিওটিতে গাড়িতে মা-ছেলের খুনসুটির পাশাপাশি গাড়ির ওপরের ঢাকনা খুলে জয়কে মায়ের সঙ্গে গান করতে দেখা গেছে।
You must be logged in to post a comment.