বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

অপুর ‘ঘৃণা’ প্রকাশের পর বুবলীর ‘ক্ষুব্ধ’ স্ট্যাটাস

বিনোদন প্রতিবেদক / ১০৬ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৬, ২০২৩
অপুর ‘ঘৃণা’ প্রকাশের পর বুবলীর ‘ক্ষুব্ধ’ স্ট্যাটাস
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আবারও বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন ঢাকাই ছবির দুই নায়িকা এবং শাকিব খানের দুই প্রাক্তন অপু বিশ্বাস ও শবনম বুবলী।

প্রকাশ্যেই অপুর বিষাদাগারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাওয়া গেল বুবলীর ফেসবুক দেয়ালে। নাম উল্লেখ না করে রীতিমতো গালি দিয়ে বসলেন বুবলী।

অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখনও এই দুই চিত্রনায়িকা মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্ক। তাই ফুটে উঠে সম্প্রতি নাগরিক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে। ‘বুবলীকে পছন্দ করেন না’ বলে মন্তব্য করেন অপু।

বুবলী প্রসঙ্গ উঠতেই এ নায়িকা একবাক্যে বলেন, ‘ওনাকে আমি ঘৃণা করি।’ শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে বুবলীকে ‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেছেন এই অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, ‘আমাকে নিয়ে তার কী মন্তব্য গন্তব্য জানার সময় নেই। একবাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।’

বুবলীকে নিয়ে অপু আরও বলেন, ‘ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’ এর কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে ঝাঁঝালো কবিতা আওড়ালেন বুবলী।

সত্যেন্দ্রনাথ দত্তের ‘উত্তম ও অধম’ কবিতার কয়েক ছত্র লেখেন এভাবে, ‘‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা’য়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’’

অন্যদিকে, সেই অনুষ্ঠানে অপু কথা বলেছেন শেহজাদ খান বীর প্রসঙ্গেও। বর্তমানে একই স্কুলে পড়াশোনা করছে বুবলীপুত্র শেহজাদ খান বীর ও অপুপুত্র আব্রাম খান জয়। মাঝেমধ্যেই ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। সেখানে বুবলী বা বীরের সঙ্গে দেখা হয় কি না, এমন প্রশ্নে এই নায়িকা জানান, এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি হয়নি।

এ সময় বীরকে নিজের সন্তান মন্তব্য করে অপু বলেন, ‘জয়ের মতো যারা আছে সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। কাছ থেকে দেখেছি। সে খুবই কিউট, মাশাল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি।’

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আব্রাম খান জয়। এর কয়েক বছর পর ২০২২ সালে প্রকাশ্যে আসে শাকিব খান-শবনম বুবলীর বিয়ের খবর। অপুর মতো তিনিও সন্তান নিয়ে হাজির হন। শাকিব-বুবলীর সন্তানের নাম শেহজাদ খান বীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান