মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

অপুকে নিয়ে কী বললেন শাকিব খান

ফোরাম প্রতিবেদক / ৮৪ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৮, ২০২৩
অপুকে নিয়ে কী বললেন শাকিব খান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বেশ কিছুদিন ধরে শোবিজে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সকল মান-অভিমান ভুলে শাকিব-অপুর সম্পর্ক আবার জোড়া লাগছে বলে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে।

শনিবার (১৫ জুলাই) শাকিব-অপুর নিউইয়র্কে একসঙ্গে রাস্তায় দেখা হওয়া প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। পাশাপাশি একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এদিকে রবিবার (১৬ জুলাই) শাকিবের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে জানিয়েছেন অপু বিশ্বাস।

এসব আলোচনার মাঝে গতকাল রবিবার বেলা আড়াইটায় ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে শাকিব খান ক্যাপশনে লিখলেন, ‘ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না।’ এটি শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার একটি গানের শুরুর লাইন।

তবে শাকিব এই লাইনটি দিয়ে স্ট্যাটাস দেওয়ার পর তার ভক্তরা নতুন করে আলোচনায় মেতেছেন।

কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, অপুকে লক্ষ্য করে কী এমন স্ট্যাটাসটি দিয়েছেন শাকিব। তা না হলে অপুর সঙ্গে নিউইয়র্কে দেখা হওয়ার আলোচনার মাঝে কেন এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান