মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

অপারেশন জ্যাকপটে মিশা যখন পাকিস্তানি মেজর

বিনোদন প্রতিবেদক / ৮৩ জন দেখেছেন
আপডেট : মার্চ ২৭, ২০২৪
অপারেশন জ্যাকপটে মিশা যখন পাকিস্তানি মেজর
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে নৌ-সেক্টর পরিচালিত অনত্যম সফল গেরিলা অপারেশন ছিল ‘অপারেশন জ্যাকপট’। এবার একই শিরোনামে চলচ্চিত্রের পর্দায় আসছে সেই ইতিহাস। যেখানে তৎকালীন পাকিস্তানি মেজরের ভূমিকায় থাকছেন অভিনেতা মিশা সওদাগর। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ঝলকও। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন অভিনেতা নিজেই। যেখান থেকে আঁচ করা যায় তাঁর লুকও।

সেই পাকিস্তানি মেজর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল—জানতে চাইলে মিশা সওদাগর বললেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমার বয়স খুব বেশি না। বেশি কিছু বুঝিও না। তবে মুক্তিযুদ্ধের গল্প শুনে কিংবা স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন ছবি দেখে সেসময়ে পাকিস্তানি মেজররা এই ভূখণ্ডে কী রকম রূঢ় আচরণ করেছে তা আমরা সবাই জানি। তারা তখন যে কাজ করেছে—তাদেরকে আসলে পাকবাহিনী না বলে না-পাক বাহিনী বলা উচিত। একাত্তরে তারা কী রকম বর্বরতা করেছে—সেটা ইতিহাস, সিনেমা কিংবা টক-শোতে মানুষজন এতবার শুনেছেন বা দেখেছেন যে, এমনিতেই সবার মনে তৎকালীন পাকিস্তানি মেজরদের একটা চরিত্র দাঁড়িয়ে যায়। সেই হিসেবে আমার মনেও একটা চরিত্র দাঁড়িয়েছে, সেখান থেকেই অপারেশন জ্যাকপটের চরিত্রটি করা।’

বিগত এক দশকের বেশি সময় ধরে ঢালিউডের খল-চরিত্রে রাজত্ব করছেন এই অভিনেতা। নানা লুকেই দেখা যায় তাঁকে। এবার ‌‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রে অভিনেতাকে দেখা যাবে পাকিস্তানি মিলিটারির ইউনিফর্মে। মুখে তাঁর লম্বা গোঁফ!

মিশা বললেন, ‘আমার যতখানি যোগ্যতা আছে, সব সময় সেটার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এই চরিত্রটির জন্যও যে ধরনের মেকআপ বা কস্টিউম মানানসই হয়, সেভাবেই এর ডিজাইন করা। নির্মাণশৈলী ও অন্যান্য দিক থেকে সিনেমাটি যথেষ্ট ভালো হচ্ছে। এখানে দুই দেশের (বাংলাদেশ-ভারত) সেরা সেরা মানুষজন কাজ করছে। ঝন্টু ভাই ও কলকাতার রাজিব রয়েছেন পরিচালনায়। এ ছাড়া অ্যাকশন ডিরেক্টর হিসেবে আমাদের আরমান ভাইয়ের সঙ্গে আছেন বলিউডের রাজেশ কান্নান। সব মিলিয়ে বেশ ভালো অভিজ্ঞতা।’

অভিনেতা জানান, তাঁর এই মেজর লুকের মেকআপ আর্টিস্ট ছিলেন মো. নাজিম। যিনি দীর্ঘদিন ধরে শিল্পীদের রূপসজ্জার কাজে নিয়োজিত।

প্রসঙ্গত, সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। প্রযোজনায় রয়েছেন স্বপন চৌধুরী। গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে শুটিং। দেশের বাইরে ভারত ও ফ্রান্সেও চলচ্চিত্রটির দৃশ্যধারণের কথা রয়েছে।

এতে মিশা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, অনন্ত জলিল, নিরব হোসেন, মামনুন ইমন, জয় চৌধুরী, জিয়াউল রোশান, শিপন মিত্র, সাঞ্জু জন, আমান রেজা, ডন, ড্যানি সিডাক প্রমুখ।

এদিকে, মিশার হাতে রয়েছে বেশ কিছু নতুন সিনেমার কাজ। সেগুলো হলো কামরুজ্জামান রুমানের পরিচালনায় ‘লিপস্টিক’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’, সানী সানোয়ারের ‌‘এশা মার্ডার’, সাইফ চন্দনের ‘ওয়াদা’, বদিউল আলম খোকনের ‘আগুন’, হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ ও রায়হান খানের ‘পায়েল’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান