বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

অন্যরকম প্রেমের গল্পে তৌসিফ-নিহা

বিনোদন প্রতিবেদক / ৪২ জন দেখেছেন
আপডেট : মার্চ ১৭, ২০২৫
অন্যরকম প্রেমের গল্পে তৌসিফ-নিহা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বর্তমান সময়ের ব্যস্ত টিভি নায়কদের মধ্যে অন্যতম হলেন তৌসিফ মাহবুব, আর তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহাও এখন অন্যতম আলোচিত নাম। তবে এই দু’জনের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছেন নির্মাতা শিহাব শাহীন।

এবার ঈদে সিএমভি’র ব্যানারে নির্মিত নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ তাদের পাওয়া যাবে। যেখানে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। নাটকের চিত্রনাট্য লিখেছেন নির্মাতা শিহাব শাহীন নিজেই।

নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য, এবং সিনেমাটোগ্রাফি করেছেন নাঈম ফুয়াদ। এই নাটকে উঠে আসবে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া এক নতুন দম্পতির গল্প, যেখানে তাদের প্রথমে একে অপরকে বোঝার প্রাথমিক জটিলতাগুলো দেখানো হবে। নাটকটি একাধারে রোম্যান্টিক এবং বাস্তববোধক।

নির্মাতা শিহাব শাহীন জানান, এটি এমন একটি গল্প, যেখানে অ্যারেঞ্জ ম্যারেজের পর দম্পতির মধ্যে সম্পর্কের গভীরতা ও সেই সম্পর্কের বিকাশের দিকে আলোকপাত করা হয়েছে।

এদিকে, প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভি’র ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তির প্রস্তুতি রয়েছে, যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান