শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

অন্তর্জালে বাসার-ইভানার ‘প্রাকৃতজন’

বিনোদন প্রতিবেদক / ২৬ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২৫
অন্তর্জালে বাসার-ইভানার ‘প্রাকৃতজন’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা একজন ব্যাচেলর চাকুরীজীবি জাকির। চট্টগ্রাম থেকে মিতা নামের এক অসহায় মেয়ে পালিয়ে আসে। এরপর পরিচয় হয় জাকিরের সঙ্গে। মেয়ের বিপদের কথা শুনে তাকে নিজের বাসায় থাকতে দেন। একটা সময় মেয়েটিকে পছন্দ করতে শুরু করে জাকির কিন্তু তার মাথায় সারাক্ষণ পরকীয়ার ভয় ভর করে থাকে। একটা সময়ে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে বিয়ে করবে। এরপরই ঘটে এক অনাকাঙ্খিত ঘটনা। যে ঘটনার পর প্রশ্ন ওঠে কোনটা বেশি কঠিন, ক্ষমা করা নাকি শাস্তি দেয়া!

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রাকৃতজন’। ভিকি জাহেদ পরিচালিত সাসপেন্স, থ্রিলার এই নাটকে জাকির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং মিতা চরিত্রে পারসা ইভানা। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) কে এস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হয়েছে।

মুক্তির পর দর্শকরাও সাদরে গ্রহণ করেছেন। এক দিনেই ইউটিউবে জমা হয়েছে প্রায় সাড়ে চারশো মন্তব্য যার সবই ইতিবাচক।

মন্তব্যের ঘরে একজন লিখেন, অসাধারণ থ্রিলার! দুর্দান্ত উপস্থাপন। আবার কেউ কেউ নাটকটির দ্বিতীয় পর্ব চেয়েও মন্তব্য করেছেন।

নাটকটির প্রযোজক মো: কামরুজ্জামান জানান, রিলিজের পর দর্শকদের কাছ থেকে বেশ ইতিবাচক মন্তব্য পাচ্ছেন।

‘প্রাকৃতজন’-এ খায়রুল বাসার-ইভানা ছাড়া আরো অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান