মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

‘অনেক সময় বোকা হয়ে যাই’, ফেসবুক কাণ্ডে সোহেল রানা

ফোরাম প্রতিবেদক / ৮২ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২৭, ২০২৩
‘অনেক সময় বোকা হয়ে যাই’, ফেসবুক কাণ্ডে সোহেল রানা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর যাচ্ছেতাই ব্যবহার দেখে চটলেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। একটা সময় খুব বেশি সক্রিয় না থাকলেও যখনই ফেসবুকে ঢোকেন প্রায়ই বিব্রত হন তিনি। জানালেন, কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কিছু এখন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেতা।

এক ফেসবুক পোস্টে তিনি জানান, নিজের বা অন্যদের পোস্টে মন্তব্য দেখে, মাঝে মধ্যে নিজেই অবাক হয়ে যান। তার কথায়, ‘মাঝে মাঝে মনে হয় ফেসবুকে আর আসব না। এখানে যাদের বেশির ভাগ লোকের বিচরণ, তাদের সঙ্গে ভাবনা-চিন্তায় মেলে না। কমেন্টস পড়লে তো অনেক সময় বোকা হয়ে যাই। কোন প্রশ্নের উত্তর কী বলছে, বুঝি না। কিন্তু মাঝে মাঝে এমন সব জ্ঞানী ব্যক্তিদের কথা এখানে পাই, যা থেকে অনেক কিছু শিখতে পারি। তাই ছাড়তেও পারি না, ভাবি কি করার আছে, ভালো-মন্দ মিলিয়েই তো সব।’

আজ (২৬ আগস্ট) ফেসবুকে পোস্ট করা তার এমন কথায় একমত হয়েছেন অনেকে। কেউ আবার লিখেছেন দু’চার কথাও। সে কথার প্রত্যুত্তরেও ভক্তদের রিপ্লােই দিয়েছেন এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান