বিশ্বকাপের সর্বাধিক ট্রফি ব্রাজিলের। আর তাই নেইমারদের নিয়ে সকলের আগ্রহও বেশি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ এ নিয়ে আভাস পেতে অপেক্ষায় ছিলেন শতাধিক সাংবাদিক। কিন্তু সাংবাদিকদের হতাশই করেছে সেলেসাওরা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে রোববার (২০ নভেম্বর) কাতারের আল আরাবি স্টেডিয়ামে অনুশীলন করে নেইমাররা। শক্তিশালী দল ঘোষণা করায় একাদশে কারা থাকবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ব্রাজিলের কোচের পরিকল্পনায় একাদশে কারা রয়েছে বা কি ফর্মেশনে দলকে খেলাবে সেটি সম্পর্কে ধারণা পেতে উপস্থিল ছিল গণমাধ্যমকর্মীরা। তবে, সেই অনুশীলন দেখে একাদশ কিংবা পরিকল্পনা সম্পর্কে ধারণা পেতে ব্যর্থ হয় উপস্থিত সকলে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে একাদশে কারা খেলবেন এবং দলের পরিকল্পনা কি থাকবে সেটি এখনও জানেন না দলটির ফুটবলার অ্যালেক্স সান্দ্রোও। তিনি বলেন, ‘আমাদের ধারণার মধ্যে নেই শুরুর একাদশে কারা থাকছে। কোচ কী ভেবেছেন সেটা নিয়ে আমাদেরও আগ্রহ আছে। তবে এটা বলার অপেক্ষা রাখে না জায়গা পেতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।’
মাঠে নামার আগে ব্রাজিলের জন্য সবচেয়ে স্বস্তির খবর হলো যে, এখনও বড় কোন ইনজুরি আঘাত হানে নি দলটিতে। দলের সবাই পুরোপুরি ফিট থাকায় পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামতে পারবে সেলেসাওরা।
অ্যালেক্স সান্দ্রো বলেন, ‘অন্যান্য দলের যারা টুর্নামেন্ট মিস করবে তাদের জন্য সমবেদনা। তবে ব্রাজিলের কথা এলে অবশ্যই এটা আমাদের জন্য স্বস্তির যে সবাই ফিট আছে, ভালো করছে। যে বিষয়টা সামনের জন্য আমাদের আত্মবিশ্বাসটাকে আরও জোরালো করছে।’
You must be logged in to post a comment.