বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

অনিল কপূরের বাবা তৈমুর!

ফোরাম প্রতিবেদক / ২৪৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৭, ২০২২
অনিল কপূরের বাবা তৈমুর!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

তৈমুর আলি খানের সঙ্গে এ বার অভিনয় করবেন অনিল কপূর? বলিপাড়ার চির তরুণ তিনি। অনিল কপূর। বয়স ৬৫। সময়ের সঙ্গে যেন তাঁর বয়স কমেই চলেছে। সে কথা কেউ অস্বীকার করবে না। নিজেও তেমনটাই মনে করেন অভিনেতা। ছবির প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। বলিউডের নতুন প্রজন্মের তারকাদের প্রত্যেকের প্রিয় অনিল।

কিছু দিন আগেই ‘কেস তো বনতা হ্যায়’ নামক একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। যে অনুষ্ঠানের সঞ্চালক আবার রীতেশ দেশমুখ।

সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে তাঁর বন্ধু কারা। সে প্রসঙ্গে অমিতাভ বচ্চন, সালমান খান, সঞ্জয় দত্তের মতো অনেকের নাম বলেন অভিনেতা। এমনকি রণবীর কপূর, রণবীর সিংহর নামও রয়েছে সেই তালিকায়। তার সঙ্গে আর কার নাম যোগ করলেন অনিল, শুনলে চমকে যাবেন অনেকেই। তিনি বলেন, “তৈমুরও আমার বন্ধু। আমরা একসঙ্গে অভিনয়ও করব। যেখানে আমার বাবার চরিত্রে দেখা যাবে তৈমুরকে।”

অনিলের এই উত্তর শুনে চারদিকে হাসির ফোয়ারা। ৬৫-র পিতা ৫! এর আগে এমন কি দেখা গিয়েছে কখনও?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান