রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

অনন্ত-বর্ষাকে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছে দিলো পুলিশ

ফোরাম প্রতিবেদক / ২০২ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
অনন্ত-বর্ষাকে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছে দিলো পুলিশ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

গত ঈদে বাংলাদেশে মুক্তি পায় অনন্ত-বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। নানা কারণে সিনেমাটি দেশের চলচ্চিত্র অঙ্গনে বেশ সাড়া ফেলেছিল। এবার দেশের সীমা ছাড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছে গেল “দিন: দ্য ডে” চলচ্চিত্রটি।

আগামী ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে সেখানকার প্রবাসীদের মাঝে। এদিকে সিনেমাটির প্রচারে এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন অনন্ত-বর্ষা দম্পতি।

অর্থ কেলেঙ্কারিতে ফেঁসে গেলেন জ্যাকুলিন

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুসন্তানসহ মালয়েশিয়া পৌঁছেন তারা। এদিন সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান দাতু জুল কিফলির নেতৃত্বে মালয়েশিয়ান ফিল্ম ডিরেক্টর এসোসিয়েশনের একটি দল।

বিমান বন্দরে অভ্যর্থনা জানানো শেষে অনন্ত-বর্ষা দম্পতি ও তাদের সন্তানকে পুলিশি প্রহরার মধ্য দিয়ে যথাযথ সম্মানের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছে দেয়া হয়। মালয়েশিয়া থাকাকালীন সময়ে তারা এই হোটেলেই অবস্থান করবেন।

উল্লেখ্য,এই তারকা দম্পতি ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসিতে দর্শকদের সঙ্গে ‘দিন দ্য ডে’র প্রথম স্ক্রিনিং দেখবেন। তারা ১৮ সেপ্টেম্বরে জোহর বাহরুর এমএমসি সিটি স্কোয়ারে স্ক্রিনিংয়ে অংশ নেবেন।এর পূর্বে বুধবার ১৪ সেপ্টেম্বর সিনেমা মুক্তির প্রচারণার অংশ হিসেবে তারা একটি সংবাদ সম্মেলনে যোগ দেন।প্রথম সপ্তাহে ১১ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা থাকলেও বাংলাদেশিদের আগ্রহে আরও ৪টি সিনেমা হল বাড়িয়ে ১৫টি হলে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত বাংলাদেশী সিনেমা “দিন : দ্য ডে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান