মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

অতঃপর বিয়ে করলেন ফারিণ

ফোরাম প্রতিবেদক / ৯২ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৫, ২০২৩
অতঃপর বিয়ে করলেন ফারিণ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওয়ের সিরিজের গণ্ডি পেরিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল ফারিণ প্রেম করছেন। অবশেষ নিজেই জানিয়ে দিলেন বিয়ে কথা।

গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ সেরেছেন ফারিণ। পাত্রের নাম শেখ রেজওয়ান। তিনি দেশের বাইরে একাটি কোম্পানিতে কর্মরত আছেন। সোমবার (১৪ আগস্ট) ফেসবুকে এক পোস্ট দিয়ে বিয়ের খবর জানান তাসনিয়া ফারিণ।

ছবি পোস্ট করে ফারিণ বললেন, ‘সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর আমরা গত ১১ আগস্ট বিয়ে করেছি। যদিও এটা অনেক লম্বা সময়, তবু এখনও তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতোই আন্দোলিত করো। আমি তোমার মাঝে শান্তি খুঁজে পেয়েছি। বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের একটা জগত তৈরি করেছি।’

ক্যামেরার সামনে আসার আগে অর্থাৎ কলেজে পড়া অবস্থায় তার স্বামী সঙ্গে ফারিণের পরিচয় ও জানাশোনা। ফারিণের ভাষায়, ‘ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে। তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সবসময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে।’

ফারিণ বললেন, ‘আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেলো। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমি একজন হাসব্যান্ড পেয়েছি। মনে হচ্ছে, আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।’

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। অল্প সময়েই তিনি প্রশংসা অর্জন করেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এছাড়া গত ফেব্রুয়ারিতে টলিউডের সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান