বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

অজয়কে নিয়ে কাজলের একাধিক অভিযোগ

ফোরাম প্রতিবেদক / ৬৩ জন দেখেছেন
আপডেট : জুন ১৫, ২০২৩
অজয়কে নিয়ে কাজলের একাধিক অভিযোগ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কাজল ও অজয় দেবগণের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণের কথা কম বেশি সকলেই জানেন। একদিকে যেমন কম কথা বলে থাকেন অভিনেতা অজয় দেবগণ, ঠিক তেমনই মন খুলে আড্ডা দেওয়া, প্রাণ খুলে হাসা খুব স্বাভাবিক ছবি কাজলের ক্ষেত্রে। বাড়িতে রান্নার কাজটা তিনি একেবারেই পারেন না। একবার অজয় দেবগণ নিজেই এই বিষয় মন্তব্য করতে গিয়ে জানিয়েছিলেন কাজল নাকি ভাল জল গরম করতে জানেন। তবে অজয় দেবগণের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। কারণ তিনি প্রথম থেকেই রান্নাটা কাজ চালানোর মতো পারেন বলেই দাবি করেছিলেন কাজল। মাঝে মধ্যে বাড়ির সবাইকে তিনি খিচুরি রান্না করেও খাইয়ে থাকেন। তবে এই খিচুরি খেতে সুস্বাদু হলেও তার রেসিপি জানা নেই কাজলের। কারণ তিনি এই রেসিপি কোনওদিন দেখেননি। বিয়ের পর থেকেই তিনি দেখে আসছেন অজয় দেবগণ রান্না ঘরের দরজা দিয়েই এই রান্না করে থাকেন।

সম্প্রতি দ্য কপিল শর্মা শোয়ে এসে এমনই জানান কাজল। তাঁর সঙ্গে অজয় দেবগণের সম্পর্কের সমীকরণ বেশ মজবুত। তিনি জানেন পরিবারের অর্ধেকের বেশি কাজে অজয় দেবগণকে খুঁজে পাওয়া যায় না। কোথাও ডিনার প্ল্যান করতে হলেও তিনি নিজেই করে থাকেন। অজয় দেবগণ এই বিষয় কোনও দিন কোনও ইচ্ছে প্রকাশ করেননি। ফলে কাজলকেই এই ধরনের দায়িত্বগুলো নিতে হয়।

কেউ যদি কোনও অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে আসে সেক্ষেত্রেও অজয় দেবগণ নাকি থাকেন কাজলের ভরসাতেই। প্রকাশ্যে বলে বসেন, কাজল তো যাবে। তিনি কোথাও খুব একটা যাওয়া পছন্দ করেন না। কোনও পার্টিতেও তাঁকে সেভাবে উপস্থিত হতে দেখা যায় না। অজয় দেবগণকে নিয়ে তাই কাজলের একাধিক অভিযোগ। যদিও পরিবারকে সবার আগে প্রাধান্য দিয়ে থাকেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান