অজয় দেবগন ও আর মাধবন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দুটি সুপ্রতিষ্ঠিত নাম। সম্প্রতি তার বিকাশ বেহেল নির্মিত “শয়তান” সিনেমায় এক সঙ্গে কাজ করেছেন। তাদের সাথে যুক্ত হয়েছেন দীর্ঘদিন পরে অভিনয়ে ফেরা জ্যোতিকা।
বেশ কিছুদিন ধরেই পোস্টার, টিজার, ট্রেলার দিয়ে আলোচনায় রয়েছে অজয় দেবগন, জ্যোতিকা ও আর মাধবন অভিনীত এবং বিকাশ বেহেল নির্মিত সিনেমা ‘শয়তান’। আর মাত্র চারদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরমধ্যেই বিকাশ বেহেলের আসন্ন ছবি ‘শয়তান’ ছবিটির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আর এই অগ্রীম বুকিংয়ে ব্যাপক সাড়া মিলছে।
জানা গেছে, শনিবার (২ মার্চ) থেকে সীমিত আকারে ‘শয়তান’র অগ্রিম বুকিং শুরু হয়েছে। সর্বশেষ আপডেট অনুসারে, প্রথম দিনের জন্য এখন পর্যন্ত পুরো ভারত জুড়ে ৪১১৫ টি টিকিট বিক্রি হয়েছে! যার মূল্য প্রায় ১০ লাখ রুপির সমান। ধারণা করা হচ্ছে, অগ্রিম বুকিংয়ে ৩-৩.৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে ছবিটি!
এর আগে প্রকাশ্যে আসা ছবিটির ২ মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলার তুমুল আলোড়ন তুলে নেট দুনিয়ায়।সকলেই শিহরিত হয়েছে এর লোমহর্ষক ট্রেলার দেখে। জানা গেছে, ‘শয়তান’ গুজরাটি চলচ্চিত্র ‘বশ’-এর হিন্দি রিমেক। ভারতের ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু-কে কেন্দ্র করেই এই সিনেমার কাহিনী।
কম বাজেটের ছবিটি প্রযোজনা করেছেন অজয় দেবগন, জ্যোতি দেশপাণ্ডে, কুমার মঙ্গত পাঠক এবং অভিষেক পাঠক। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন ও জ্যোতিকা। এছাড়াও খলনায়কের চরিত্রে দেখা যাবে আর মাধবনকে।
You must be logged in to post a comment.