মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

অক্ষয়ের সঙ্গে ‘টিপ টিপ বারসা পানি’র আগে বেঁকে বসেন রাবিনা!

বিনোদন ডেস্ক / ৩৮ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১২, ২০২৪
অক্ষয়ের সঙ্গে 'টিপ টিপ বারসা পানি'র আগে বেঁকে বসেন রাবিনা!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

১৯৯৪ সালে বলিউডে ‘মোহরা’ ছবি করে নজর কেড়েছিল অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডনের জুটি। বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম হিট জুটি ছিলেন তাঁরা। ওই ছবিরই ‘টিপ টিপ বারসা পানি’ গানে অক্ষয় ও রাবিনার রসায়ন এত বছর পরেও দর্শকের কাছে নস্ট্যালজিয়ার রসদ। আজও সেই গান গুনগুন করেন শ্রোতারা।

হালের রিমেক ও রিমিক্সের ভিড়েও জনপ্রিয়তা ধরে রেখেছে উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের এই যুগলবন্দি। গানের দৃশ্যায়নও সাড়া জাগিয়েছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। এই গানের শ্যুটিংয়ের পিছনে রয়েছে দারুণ এক রহস্য ইতিহাস। একটি সাক্ষাৎকারে তা নিয়ে মুখ খুলেছিলেন রাবিনা ট্যান্ডন।

তাঁর কথায়, ‘আমরা একটা কনস্ট্রাকশন সাইটে গানের শুটিং করছিলাম। আমি শাড়ি পরে খালি পায়ে নাচ করছিলাম। আমার মনে আছে, গানের শ্যুটিং করতে গিয়ে আমার পায়ে পেরেক ফুটেছিল। হাঁটুতেও চোট লেগেছিল। বৃষ্টিতে ভিজে জ্বর এসে একাকার! আমাকে তো টিটেনাস ইঞ্জেকশনও নিতে হয়েছিল। তার পরেও শ্যুটিং চলেছিল। পর্দায় যে গ্ল্যামার দেখা যায়, তার নেপথ্যের পরিশ্রমটা কেউ দেখতে পান না।’

রাবিনা আরও বলেন, ‘ওই সময় আমার পিরিয়ডসও চলছিল। শারীরিক ভাবে খুব দুর্বল ছিলাম। আমি বলেছিলাম যতই অন্তরঙ্গ দৃশ্যায়ন হোক না কেন, শাড়ি খোলা যাবে না।’

তিনি আরও জানান, এমন ঘনিষ্ঠ দৃশ্যে গানের শ্যুটিং করার জন্য একটি শর্তও রেখেছিলেন রাবিনা। পরিচালককে বলেছিলেন, অক্ষয় কুমারের সঙ্গে চুম্বনের কোনও দৃশ্য তিনি কিছুতেই করবেন না।

এত সব বাধা পেরিয়ে এবং সেই শর্ত মেনে নিয়েই টিপ টিপ বারসা পানি গানটি শ্যুটিং করা হয়েছিল। তারপরে যদিও অক্ষয় রাবিনার প্রেম ভেঙে যায়। তবে গানটি আজও সমান জনপ্রিয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান